ইউক্রেন যুদ্ধ বন্ধে চার দফা শান্তি পরিকল্পনা প্রস্তুত করেছে ইউরোপ। রবিবার লন্ডনে ইউরোপীয় নেতাদের জরুরী সম্মেলনে আসে এ সিদ্ধান্ত। এক প্রতিবেদনে ব্রিটিশ মাধ্যম বিবিসি নিউজ তথ্য জানান।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েই সংকট সমাধান করতে চায় ইউরোপীয় নেতারা। তাই শান্তি পরিকল্পনার খসড়া পৌঁছে দেয়া হবে যুক্তরাষ্ট্রের কাছে।
রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি এবং ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখার কথা বলা হয়েছে চার দফা পরিকল্পনায়। এছাড়া ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত ও শান্তি আলোচনায় কিয়েভকে সাথে রাখার কথাও রয়েছে। রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউরোপ একজোট হয়ে কাজ করবে বলেও সিদ্ধান্ত হয়।