ক্ষমতাযুক্ত আওয়ামী লীগের রেখে যাওয়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি ৪৯ হাজার কোটি টাকা কমিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। ব্যয় কমার ফলে এখন চূড়ান্ত এডিপির আকার দাড়িয়েছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা ছিল 2 লক্ষ ৬৫ হাজার কোটি টাকা।
সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেয়া হয়। এনইসি সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে এক টাকাও খরচ করতে পারেনি ৮৯ প্রকল্প। অন্যদিকে, এক শতাংশও কাজ হয়নি ১২১ প্রকল্পে। স্বাস্থ্য খাতের বরাদ্দ কমছে ৫০ শতাংশ। বিদেশি ঋণের বরাদ্দ কমেছে ৮১ হাজার কোটি টাকা।