চুয়াডাঙ্গার দামুড়হুদায় দ্রুতগতির আলমসাধু অটোরিক্সার ধাক্কায় চম্পা খাতুন বয়স ৫৬ এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার মেয়ে রোকসানা বেগম বয়স ২৫।
নিহত চম্পা খাতুনের বাসা উপজেলার হেমায়েতপুর গ্রামে। আহত মেয়ে রোকসানা খাতুন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, চম্পা খাতুন ও তার মেয়ে রোকসানা খাতুন পাখিভ্যানযোগে (ব্যাটারি চালিত ভ্যান) জুড়ানপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হোগলডাঙ্গায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন।
স্থানীয় লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চম্পা খাতুনকে মৃত ঘোষণা করেন। তার মেয়ে রোকসানা খাতুনকে ভর্তি রাখা হয়েছে।