ক্রমাগত মুদ্রাস্ফীতি এবং মুদ্রার মান কমে যাওয়ার কারণে ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাসের কে বরখাস্ত করা হয়েছে দেশটির পার্লামেন্টে। ভোটাভুটির পর থেকে তাকে বরখাস্ত করা হয়। ইরানের রাষ্ট্রযুদ্ধ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় হেম্মতি বরখাস্ত করার জন্য গতকাল রবিবার পার্লামেন্টে একটি অনাস্থা ভোটের প্রস্তাব আনা হয়। প্রস্তাবের ২৭৩ জন আইন প্রণেতাদের মধ্যে ১৮২ জন পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন ৮৯ জন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অর্থমন্ত্রী আবদোলনাসেরের পক্ষ নিয়ে সংসদ সদস্যদের বলেছিলেন, ‘আমরা শত্রুর সঙ্গে পূর্ণমাত্রায় অর্থনৈতিক যুদ্ধের মধ্যে আছি। আমাদের যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করা দরকার। এখনকার সমাজের অর্থনৈতিক সমস্যাগুলো কোনো এক ব্যক্তির সঙ্গে সম্পর্কিত বিষয় নয় এবং আমরা একজন ব্যক্তির ওপর সব দোষ চাপিয়ে দিতে পারি না।’
বিভিন্ন বেসরকারি ওয়েবসাইটের তথ্যমতে, গত আট মাসে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান প্রায় অর্ধেক কমেছে। বর্তমানে এক ডলারের বিপরীতে ৯ লাখ ২৭ হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে।