প্রতি বছর রমজান মাস আসলেই মালয়েশিয়ার বাজারে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এই চাহিদার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী মূল্যবৃদ্ধির পাঁয়তারা করেন, যা সাধারণ মানুষের জন্য দুঃসহ হয়ে ওঠে। তবে এবছর দেশটির সরকার এ সমস্যা মোকাবিলায় জনকল্যাণকর একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
দেশটির সরকারি উদ্যোগে জাতীয়ভাবে দেশজুড়ে ৯৫টি স্থানে রমজানের ‘রাহমা বাজার’ চালু করা হয়েছে, যা এই রমজানে মুসলিমদের সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে সহায়তা করবে।
বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, মূল্যবৃদ্ধি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার, কঠোর নজরদারিও চালাচ্ছে তারা।
এ উদ্যোগ বাংলাদেশি শ্রমিকসহ অন্যান্য নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য একটি স্বস্তির খবর। এ ধরনের বাজার থেকে তারা সাশ্রয়ী দামে খাবার কিনতে পারবেন, যা রমজানে তাদের আর্থিক চাপ কিছুটা লাঘব করবে। রাহমা মেনুর অধীনে ৫ রিঙ্গিত বা তার কম মূল্যে ইফতার সামগ্রী পাওয়ার সুবিধা থাকায় অনেকেই অতিরিক্ত ব্যয় ছাড়াই ভালো মানের খাবার কিনতে পারবেন।