যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তিতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের লেংথেস্টার হাউজে রবিবার ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠান সম্মেলন শেষে তিনি এ কথা বলেন।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি সই হওয়ার কথা ছিল। সেই মোতাবেক ওয়াশিংটনে যান জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার এক পর্যায়ে ক্ষেপে যান জেলেনস্কি। যা রূপ নেয় বাগবিতণ্ডায়। এর পর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন বাতিল হয়। হোয়াইট হাউস ছাড়তে বলা হয় জেলেনস্কিকে।
লন্ডনে রোববার জেলেনস্কির কাছে চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, খনিজ চুক্তিটি মন্ত্রীদের (উভয় দেশের) সইয়ের জন্য প্রস্তুত রয়েছে। আমরা এটি সই করতে প্রস্তুত।
জেলেনস্কি বলেন টেবিলে যে চুক্তিটি রয়েছে, তা সই হবে যদি সংশ্লিষ্ট পক্ষগুলো প্রস্তুত থাকে।
এদিকে ফ্রান্সের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে এক মাসের জন্য যুদ্ধবিরতি কার্যকরে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি প্রস্তাব সামনে এনেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলেনস্কি সংবাদমাধ্যমকে বলেন, আমি বিষয়টি সম্পর্কে সবকিছুই জানি।