রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন লেগে চার জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার দুপুরের দিকে শাজাদপুরের ভাটার থানায় সৌদিয়া হোটেল থেকে ওই মরদেহ গুলো উদ্ধার করা হয়।
এর আগে দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে ভাটার থানার সৌদিয়া হোটেলের ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে দুপুর ১২টা ৩১ মিনিটের দিকে বারিধারা ফায়ার স্টেশনের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরবর্তীতে দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসলে ভবনটিতে তল্লাশি চালিয়ে ৬ তলা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের সবাই পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।