নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুঁড়িতে একটি টিনসেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এ বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছে। তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউট এ ভর্তি করানো হয়েছে।
দগ্ধরা হলেন- ১৮ মাস বয়সী সুমাইয়া, ৪ বছরের শিশু জান্নাত, ১০ বছরের সামিয়া, ১২ বছরের সাব্বির এবং ৫০ বছর বয়সী হান্নান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ করেই গ্যাস লাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে টিনশেড ঘরে। এসময় দুটি কক্ষে থাকা ৮ জনই দগ্ধ হন। পরে ভোর সাড়ে চারটার দিকে দগ্ধ সবাইকেই ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে আনা হয়।
আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান, নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।