শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

পদত্যাগের ঘোষণা দিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ

প্রতিনিধির / ২৩ বার
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

পদত্যাগের ঘোষণা দিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। নিয়োগ নিয়ে দীর্ঘ আইনি জটিলতায় সোমবার পদতাগের ঘোষণা দেন তিনি। বলা হয়,গত ৬ মাস ধরে তাকে আর তার পরিবারকে অপমান ও অপবাদ সহ্য করতে হয়েছে। নিজের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি বিরোধের পর ইরানের কৌশলগত বিষয়ক উপ রাষ্ট্রপতি জাভেদ জারিফ সোমবার তার পদতেগ ঘোষণা দিয়েছেন।

তিনি তার পদত্যাগপত্রে লিখেছেন, ‘গত চার দশকে আমি (ইরানের ওপর) আরোপিত যুদ্ধের অবসান থেকে শুরু করে পারমাণবিক বিষয়ের সমাপ্তি পর্যন্ত জাতীয় স্বার্থকে এগিয়ে নিতে আমার ক্ষুদ্র ভূমিকার জন্য অসংখ্য অপমান ও অভিযোগ সহ্য করেছি এবং দেশের স্বার্থ রক্ষায় মিথ্যা ও বক্তব্য বিকৃতির মুখেও আমি নীরব থেকেছি।’

উল্লেখ্য, জারিফ ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারে আট বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে পশ্চিমাদের সঙ্গে করা ইরানের পরমাণু চুক্তিতে তিনি মুখ্য ভূমিকা রেখেছিলেন। বিচার বিভাগের প্রধানের উপদেশ মেনে তিনি সরে দাঁড়িয়েছেন বলেও এক্সে দেওয়া ওই পোস্টে জানান জারিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ