২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেই ফাইনালে স্বাগতিক রোহিতদের কাঁদিয়ে ষষ্ঠ শিরপা ঘড়ে তুলেছিল অস্ট্রেলিয়া। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ ছিল প্রতিশোধের মঞ্চ। ম্যাচে দুই বছর আগের সেই ঘটনার পুনরাবৃত্তি করতে দেয়নি ইন্ডিয়া। ফলে টানা তৃতীয়বারের মতো কোনো এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল ভারত।
ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাট হাতে দারুণ করেছেন কোহলি। ৫ চারে ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেছেন কিংবদন্তি ব্যাটার। ভালো করেছেন শ্রেয়াস আয়ারও। ৩ চারে ৬২ বলে ৪৫ রান করেছেন। অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে এসেছে ২৯ বলে ২৮ রান। ৩০ বলে ২৭ রান করেছেন অক্ষর প্যাটেল।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে রানের চাকা সচল রাখার পাশাপাশি অস্ট্রেলিয়া উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ম্যাচের মধ্যে মনে হয়েছিল দুবাইয়ের মন্থর উইকেটেও তিনশ রান পেরিয়ে যাবে অস্ট্রেলিয়া। তবে স্মিথকে ফিরিয়ে রানের গতিতে লাগাম টানে ভারত।
ম্যাচের তৃতীয় ওভারের পঞ্চম বলে কুপার কনোলিকে ফেরান মোহাম্মদ শামি। উইকেট ওপেনার ম্যাথু শর্ট ছিটকে যাওয়ায় কনোলিকে খেলানো হয়েছিল ওপেনিংয়ে। তবে ভারতের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।
৪ রানে প্রথম উইকেট হারালেও অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। তবে ভারতের এই মাথাব্যথা বাড়তে দেননি বরুণ চক্রবর্তী। নবম ওভারের দ্বিতীয় বলে বরুণকে তুলে মারতে গিয়ে হেড লং অফে শুবমান গিলের তালুবন্দী হয়েছেন। ৩৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন হেড।