স্মার্ট কার্ড না পেয়ে টিসিবীর পণ্য থেকে বঞ্চিত হয়েছে মাদারীপুর জেলা ১৭ হাজার পরিবার। এর মধ্যে পৌরসভার রয়েছে ৫হাজার পরিবার দেড় মাস পার হলেও স্মার্ট কার্ড না দেয়াই দুর্ভোগে পড়েছেন পুরনো ও অসহায় কার্ড ধারীরা। রমজান মাসেও পাচ্ছে না স্বল্পমূল্যের টিসিবি পণ্য। এতে ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগীরা।
রাজৈর পৌরসভা সূত্রে জানা যায়, এই পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ হাজার ৬১৮টি টিসিবি সুবিধাভোগী পরিবার রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে এদের কার্ডগুলো নবায়ন করে স্মার্ট কার্ডে পরিবর্তন করার জন্য জমা নেয়া হয়। গত ১৩ জানুয়ারি ছিল প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার শেষ সময়। এরমধ্যে গত ফেব্রুয়ারি মাসে ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ১০২ টি স্মার্ট কার্ড বিতরণ করে রাজৈর পৌরসভা। রমজান মাসের আগে ও দ্বিতীয় রোজায় দুইবার তাদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়। কিন্তু বাকি থাকা ৫ হাজার ৫১৬টি অসহায় পরিবার বঞ্চিত হয়। দীর্ঘ দেড় মাস পার হয়ে গেলেও যাচাই-বাছাই শেষ না হওয়ায় স্মার্ট কার্ড হাতে পাননি সুবিধাভোগী পরিবারগুলো।
জানা যায়, রমজান মাস উপলক্ষে প্রতি প্যাকেজের দাম ৬৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে চিনি ১ কেজি ৭০ টাকা, ডাল ২ কেজি ১২০ টাকা, সয়াবিন তেল ২ লিটার ২০০ টাকা, ছোলা ২ কেজি ১২০ টাকা ও চাল ৫ কেজি ১৫০ টাকা দরে দেয়া হয়।