শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা

প্রতিনিধির / ২৩ বার
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টের ভিতরে স্মুথ প্লেনেট ও টিয়ার গ্যাস ছুড়ে হামলা চালানো হয়। মঙ্গলবার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের সমর্থনে এমন হামলা চালায় দেশটির বিরোধীদলীয় নেতারা। এ সময় সরকার দলীয় এক আইন প্রণয় নেতা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

মঙ্গলবার সার্বিয়ান পার্লামেন্টে কর্মপরিকল্পনা উত্থাপন করে প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। এতে ক্ষুব্ধ হয়ে উঠে বিরোধী দলীয় জোট। তুমুল হট্টগোল শুরু হয় পার্লামেন্ট ভবনে। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় পরিস্থিতি। এসময় পার্লামেন্টের ভেতরে স্মোক গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিরোধী দলের সদস্যরা। যার ফলে পার্লামেন্টের ভেতরে কালো ও গোলাপি ধোঁয়া দেখা যায়। ধস্তাধস্তিতে আহত হয় দুই সংসদ সদস্য।

স্পিকার আনা ব্রনাবিচ বলেন, দুই আইনপ্রণেতা আহত হয়েছেন। এর মধ্যে একজন, এসএনএস পার্টির জাসমিনা ওব্রাদোভিচ স্ট্রোক করে আশঙ্কাজনক অবস্থায় আছেন। পার্লামেন্টের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সার্বিয়াকে রক্ষা করবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ