দফায় দফায় বৈঠক শেষে জামালপুরের প্রশাসনের আশ্বাসে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এর ফলে ৩১ ঘণ্টা পর চলাচল শুরু করেছে দূরপাল্লার যানবাহন। মঙ্গলবার রাত ৯ টার দিকে শহরের টাঙ্গাইল বাসস্ট্যান্ডের মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ বৈঠক সিদ্ধান্ত হয়।
এসময় সকলের উদ্দেশ্যে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান এবং জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।
পরিবহন নেতারা জানান– সড়কে নিরাপত্তা, বাসে আগুন দেয়া এবং বাসশ্রমিকের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবিতে তারা এই কর্মসূচি দেন। পরে দফায় দফায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে আজ এই সিদ্ধান্ত জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মো. আতিক, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবসহ বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।