আজ থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল লড়াই। প্রথম লেগের ম্যাচে আজ মাদ্রিদ ডার্বিতে সান্টিয়াগো বার্নাবুতে রিয়াল আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদকে। ভিন্ন ম্যাচে মুখোমুখি হবে পিএসভি-আর্সেনাল, ফিয়েনুর্ড-ইন্টার মিলান, বরুশিয়া ডর্টমুন্ড-লিল। সবগুলো ম্যাচই শুরু হবে রাত ২টায়।
আজ রাতে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে মাদ্রিদ শহর। সাদা আর লাল দুই রঙ্গের জনশ্রোতে পরিণত হবে স্পেনের রাজধানী। কারণ—চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র মহারণের প্রথম লেগে লড়বে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
দলীয় শক্তি, অতীত পরিসংখ্যান— সব কিছুর বিচারে এই ম্যাচে ফেভারিট রিয়াল মাদ্রিদ। রিয়ালের আক্রমন ভাগ দুর্দান্ত। এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো ও বেলিংহ্যামকে নিয়ে গড়া এই লাইনআপকে ভালোবেসে ভক্তরা নাম দিয়েছে ‘ফ্যান্টাসটিক-৪’।
আক্রমণ ভাগের এই চার ফুটবলারের মধ্যে যে কোন একজন সেরাটা দিতে পারলেও প্রতিপক্ষ নাকাল হবে নিশ্চিত। ইজনুরিতে রিয়ালের রক্ষণভাগ জর্জরিত হলেও, রুডিগারের সাথে একাডেমি ডিফেন্ডার রাউল আসেন্সিও দারুনভাবে মানিয়ে নিয়েছেন।