কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম বয়স ৩৫ এক যুবক নিহত হয়েছেন। এ হামলার ঘটনায় আরও আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার বিকেলে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম মহিনন্দ ইউনিয়নের আগপাড়া গ্রামের মজলু মিয়ার ছেলে। তিনি মহিনন্দ বাজারে একটি সেলুন পরিচালনা করতেন।
আহতদের মধ্যে ৫ জনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, এখলাস মিয়া, রাজন, ইদ্রিস মিয়া, আফসর আলী ও তানিয়া সুবর্ণা। এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।