শিরোনাম:
সহায়তা চেয়ে এনবিআরকে বিজিবিএর ৫ প্রস্তাব বিশ্বজুড়ে ইসলাম বিদ্বেষ উচ্চহারে বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে চিন্তিত জাতিসংঘের মহাসচিব ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা করেছে ডোনাল্ড ট্রাম্প দুবাইয়ে সড়ক যানজট নিয়ন্ত্রণ ক্রমশ জটিল হয়ে উঠছে জামালপুরে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করার অভিযোগে শিক্ষক আটক পুঁজিবাজারে উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বিএসইসির চেয়ারম্যান টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ নরসিংদীতে শীতলক্ষা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় বসুন্ধরায় আটক বরিশালে শিশু ধর্ষণ চেষ্টা গণপিটুনিতে এক অটোচালক নিহত
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

রংপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ করায় মালিকদের ডিসি অফিস ঘেরাও

প্রতিনিধির / ১৯ বার
আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫

রংপুরে দুই দিনের ২৬ টি অবৈধ লাইসেন্সবিহীন ইটভাটা গুরিয়ে দিয়েছে জেলা প্রশাসন। আরও ১৪৬ টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করার কথা জানিয়েছে প্রশাসন। বুধবার উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও করে ইটভাটা। মালিক সমিতি পাশাপাশি বন ও পরিবেশ উপদেষ্টার কাছে সাত দফা দাবি সংবলিত স্মারকলিপি দেয় তারা।

রংপুর জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, আমরা মানবিকভাবে সময় প্রার্থনা করেছি। এভাবে ইটভাটা বন্ধ করে দেয়ার কারণে অনেক শ্রমিক বেকার হয়ে পড়বে। মালিকরাও বিনিয়োগ হারিয়ে পথে বসবে।

রংপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, পরিবেশগত লাইসেন্স না থাকা এবং প্রয়োজনীয় শর্ত না মেনে অবৈধভাবে ১৭২টি ভাটা ইট উৎপাদন করছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির উপরের অংশ তুলে নেয়াসহ নানা ধরণের জটিলতা দেখা দিয়েছে। একারণেই উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

তিনি আরও জানান, এই অভিযানের অংশ হিসেবে মঙ্গল ও বুধবার সদর উপজেলা, পীরগঞ্জ, কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছার বেশকয়েকটি ইটভাটার চিমনির আগুন নিভিয়ে এবং ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করা হয়েছে। আগামী শুক্রবার থেকে আবারও উচ্ছেদ অভিযান শুরু হবে। কোনোভাবেই অবৈধ ইটভাটা চলতে দেয়া হবে না। যারা জোর করে ইটভাটা চালু রাখার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ