সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় বিপুল পরিমান অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে মদ্ধরাতে দরজা ভেঙে তল্লাশির নামে ঢুকে পরে একদল জনতা। টাকা খোঁজার অজুহাতে বাসটিতে প্রবেশ করে তছনছ করে তারা।
রাত ১১টার দিকে গুলশানের দিকে মিছিল নিয়ে যায় বিপ্লবী ছাত্র-জনতা নামে ২০-২৫ জনের একটি দল। মুহূর্তেই বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করে তারা।
বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এইচ টি ইমামের ছেলের অবৈধ টাকা রাখা আছে এমন খবর পেয়ে এসেছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোন সদুত্তর দিতে পারেনি তারা। তাদের বাসায় ঢুকে যাওয়ার ঘণ্টাখানেক পর রাত দেড়টার পরে সেখানে সেনা সদস্যরা যান।
বাড়ির গৃহকর্মী জানান, তানভীর ইমামের সাথে প্রায় ২৭ বছর আগে বিবাহবিচ্ছেদ হয় বাসার মালিকের। তিনি বর্তমানে বিদেশে থাকেন। রাত ১২টার কিছু পরে ঘটনাস্থলে আসেন গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি’সহ সেনাবাহিনীর সদস্যরা। একটি কক্ষে বেশ কিছুক্ষণ প্রবেশকারীদের সাথে কথা বলেন তারা।