জামালপুর সদর উপজেলার উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২ টার দিকে শহরের বকুলতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডা. আব্দুল মান্নানের বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বকুল তলা মোড়ের সুফিয়া হার্ট সেন্টারটি ব্যক্তি মালিকানায় পরিচালনা করে আসছিলেন তিনি।
আব্দুল মান্নান শহরের বকুলতলা মোড়ের সুফিয়া হাট সেন্টারে লুকিয়ে ছিলেন। সেখানে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।