বগুড়ায় ধুনোট উপজেলায় বিএনপির সাবেক এমপি গাড়িবহরে হামলা ভাঙচুর ককটেল হামলা মামলায় সাজেদুল ইসলাম বয়স ৩৫ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজেদুল নিমগাছি গ্রামের চান মিয়া ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।
থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর নির্বাচনি প্রচার কাজের সময় বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজের গাড়ি বহরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ৪৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত ৩৯নং আসামি হিসেবে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।