গাবতলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ টি অবৈধ স্থাপনা গুরিয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় শুরু হয় এ অভিযান।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, খেলার মাঠের ৩০ একর জায়গা উচ্ছেদ করার পরিকল্পনা নেয়া হয়েছে। তবে স্থানীয়রা যদি বৈধ ভাবে থাকতে চান , হলে প্রশাসনের নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাড়া দিতে হবে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ৫০ একর জায়গা বৈধভাবে ভাড়া নেয়ার এখনও সুযোগ রয়েছে। কিন্তু সে জায়গা প্লট ভিত্তিক বণ্টন করা হবে। বেলা সাড়ে ১১টার দিকে সাত দিনের সময় বেঁধে দিয়ে মঙ্গলবারের মতো অভিযান শেষ করে ডিএনসিসি।