ভোলায় পুলিশের উপর হামলা চালিয়ে মোঃ একবার হোসেন নামে এক আসামীকে ছিনিয়ে নিয়েছে পরিবারের সদস্যরা। তাদের হামলার ঘটনায় কামরুল হাসান নামে সহকারী উপপরিদর্শক আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিরহাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বোরহানউদ্দিন থানার এএসআই কামরুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য কালিরহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. আকবর হোসেন নামে একজনকে আটক করে। এরপর তাকে থানায় নিয়ে আসার সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাতকড়াসহ আটক আকবরকে ছিনিয়ে নেয় তারা।