গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিজ বাড়ির স্বয়নঘর থেকে এনামুল হক নামের এক কিশোরের ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ১৫ বছর। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর প্রামাণিক পাড়া এলাকায় তীরের সঙ্গে রশিদের প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত এনামুল ঐ গ্রামের দিনমজুর কালাম মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, অভাব অনাটনের সংসারে এনামুল প্রায়ই কারণে অকারণে বাবা-মায়ের কাছে টাকার বায়না ধরে। এই টাকা না পাওয়ায় মনের ক্ষোভে ঘটনার দিন পরিবারের সকলের অগোচরে শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেন। এরইমধ্যে তার মা ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করতে থাকেন। এ সময় তার কোন রকম সাড়া পাওয়ায় ঘরের দরজা ভেঙে ছেলের মরদেহ রশিতে ঝুলতে দেখতে পান। এমতবস্থায় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে এনামুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের লাশ থানায় নিয়ে যায়।