শিরোনাম:
বাগেরহাটে বিএনপি’র ১৮ নেতাকর্মীকে হাতেনাতে হাত বোমাসহ আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে কক্সবাজারে নিখোঁজ হওয়া সিলেটের ছয় এর শ্রমিক টেকনাফে উদ্ধার নিজের ভাই বোনকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড ভারতের কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহত এলএনজি সরবরাহে চুক্তি নবায়ন করবে কাতার নেত্রকোনায় সাব স্টেশনে আগুন লাগার ঘটনায় সাত ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল জেলা কারাগার ভারতের সাবেক রাজ্য পুলিশ প্রধানের মরদেহ তার নিজ বাসভবন থেকে উদ্ধার গাজায় যুদ্ধ বিরতির নতুন প্রস্তাব দিয়েছে কাতার ও মিশর ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সামিট কমিউনিকেশন রাজনীতিতে ধীরে ধীরে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেল গৃহবধুর

প্রতিনিধির / ৩২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

মাদারীপুরের কালকিনিতে গাছের নিচে চাপা পড়ে সেলিনা বেগম নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে এ ঘটনা ঘটে। তার বয়স ৫২ বছর। তিনি একই ইউনিয়নের উত্তর চরকান্দি গ্রামের দেলোয়ার হাওলাদের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের আফজাল হাওলাদারের দোকানের কাছে পাকা সড়কের পাশের একটি বাগান থেকে কিছু শ্রমিক নিয়ে গাছ কাটা শুরু করেন ব্যবসায়ী কালু শিকদার। এদিকে ওই সড়ক দিয়ে ব্যাটারি চালিত ভ্যান যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন গৃহবধূ সেলিনা বেগম। এ সময় কাটা গাছ নিহত ওই গৃহবধূর মাথার ওপরে পরে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সেলিনা বেগমকে উদ্ধার করে বরিশালের আশোকাঠী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী আলতাফ ও সবুর জানান, গাছ কাটা শ্রমিকদের অবহেলায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। কারণ তারা সড়কের ওপরে গাছ কাটলেও কোন প্রকার সতর্ক ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ