চাঁদপুরে মামাতো ভাই বোনকে দেখা শোনার জন্য বাড়িতে রাখার তরুণীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুনীর মামা ও মামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনায় শহরের মাদ্রাসা রোডের একটি বাসা থেকে অভিযুক্ত মামার রুবেল মোল্লা ও মামি রোকেয়া বেগমকে আটক করে পুলিশ। নির্যাতনের শিকার শিশুর রোজিনা তাদের বাসায় গৃহকর্মী কাজ করতো।
নির্যাতনের বিষয়ে স্থানীয়রা জানান, ৬ মাস পূর্বে রুজিনাকে তার মামা মামী গৃহকর্মী কাজে বাসায় নিয়ে আসে। তারপর থেকে কারণে অকারণে ভুল ধরে রুজিনার ওপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালায় মামি রোকেয়া বেগম।
নির্যাতন সইতে না পেরে বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রুজিনা। এ সময়ে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। তারপর পুলিশে খবর দিলে পুলিশ আটক করে মামা ও মামিকে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে গৃহকর্মী মেয়েটিকে উদ্ধার করা হয়। এছাড়া মেয়েটির পরিবারকেও জানানো হয়েছে।
অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।