পিরোজপুরের নাজিরপুর উপজেলায় একটি ব্রিজ ভেঙে মালামাল নেয়ার অভিযোগ ওঠা বিএনপির ৩ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক আদেশ তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন— নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১নং মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহিন, বিএনপির কর্মী মো. হেদায়েত হোসেন ও জাহিদুল ইসলাম।
বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ও নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে তাদের সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হলো।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো প্রকার দলীয় সম্পর্ক না রাখার নির্দেশ প্রধান করা হলো।
জানা যায়, সোমবার (৩ মার্চ) গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের হামিদীয় কারিমিয়া জামে মসজিদ সংলগ্ন খালের ওপর থাকা একটি আয়রন ব্রীজ ভেঙে মালামাল নিয়ে যায় বিএনপি নেতা সাফায়েত শাহীনের সহযোগীরা। এ সময় গ্রামবাসীরা বাধা দিতে এলে বিএনপি নেতা সাফায়েত শাহীনের সহয়োগীরা তাদের হুমকি দেয়।