শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬ অবৈধ এজেন্ট গ্রেফতার

প্রতিনিধির / ৩৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

মালয়েশিয়ায় অভিবাসী কর্মী সরবরাহকারী ৫ বাংলাদেশী ও এক পাকিস্তানি অবৈধ এজেন্টকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার ক্লাঙ্ক উপত্যকার আশেপাশে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, তিন সপ্তাহ ধরে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুরের তামান কেমুনিং উটামা, শাহ আলম, তামান পান্ডান চাহায়া, আমপাং এবং জালান দাতুক ইউসফ-এ অভিযান চালানো হয়। অভিযানে ৩০ থেকে ৫০ বছর বয়সী ছয় বিদেশি এজেন্টকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পরিচালক বলেন, ধারণা করা হচ্ছে বাংলাদেশিদের মধ্যে একজন নিয়োগকর্তাও রয়েছে। অভিযানে তার দল ৩৯৪ কপি বাংলাদেশি পাসপোর্ট, ছয়টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট, দুটি ভারতীয় পাসপোর্ট, নয়টি পাকিস্তানি পাসপোর্ট, একটি ফিলিপাইনের পাসপোর্ট জব্দ করেছে। এ ছাড়াও তিনটি মোবাইল ফোন, একটি কোম্পানির স্ট্যাম্প এবং নগদ ১২ হাজার ৫৫০ রিঙ্গিত এবং একটি হোন্ডা ইনসাইট হাইব্রিড গাড়িও জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ