লন্ডন সফরে গিয়ে হামলার মুখে পড়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়সংকর। চেথাম হাউসে এক আলোচনা সবার শেষে গাড়িতে ওঠার সময় তার উপর অতর্কিত হামলার চেষ্টা করে খালিস্থান পন্থীরা। বুধবার স্থানীয় সময় রাতে লন্ডনের একটি আলোচনা সভায় যোগদান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সভা ঘিরে আগে থেকেই ভবনের সামনে পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন খালিস্থান পন্থীরা।
সভাশেষে তিনি যখন গাড়িতে উঠবেন, ঠিক তখন বিক্ষোভকারীদের মধ্য থেকে একজন হঠাৎই তার গাড়ির সামনে ছুটে যান। পরে, কনভয়ের সামনেই ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলেন।
এসময়, আরও কয়েকজন জয়শঙ্করের গাড়ির সামনে আসার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তারা অন্যত্র সরে যায়।
এই হামলার নেপথ্যে খলিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পন্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। অতীতে এই সংগঠনের সদস্যরা ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামীর ওপর স্কটল্যান্ডের গ্লাসগোয় আলবার্ট ড্রাইভের গুরুদ্বারে হামলা চালিয়েছিল।