চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
বুধবার (৫ মার্চ) গভীর রাতে ঢাকায় আত্মগোপনে থাকা জসিমকে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশ গ্রেপ্তার করে।
এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি মধ্যরাতে আকবর শাহ থানা এলাকায় একটি আবাসিক ভবনে জসিম লুকিয়ে আছে এমন সংবাদের ভিত্তিতে একদল লোক পুরো বিল্ডিং ঘেরাও করেছিল। এরপর পুলিশ পুরো ভবন তল্লাশি করলেও তাকে খুঁজে পায়নি। তবে একই ভবনের একটি ফ্ল্যাট থেকে তার ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।