শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

জিম্মিদের দ্রুত মুক্তি না দিলে গাজায় নারকীয় পরিস্থিতি তৈরী করবে বলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

প্রতিনিধির / ২৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

অবিলম্বে জিম্মিদের মুক্তি না দিলে নারকীয় পরিস্থিতি তৈরি হবে গাজায়। মরতে হবে সব হামাস সদস্যকে। আবারো ফিলিস্তিনের স্বাধীনতাকামি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি এ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক মাধ্যম truit social দেয়া এক পোস্টে তিনি এমন হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, এটাই শেষবারের মতো সতর্কবার্তা। তার কথামতো না চললে, নিরাপদ থাকবে না কোনো হামাস সদস্য। এই প্রক্রিয়া শেষ করতে যা যা প্রয়োজন, দেয়া হবে ইসরায়েলকে।

ফিলিস্তিনি জনগণের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। যেকোনো একটি সিদ্ধান্ত বেছে নিতে হবে। এটাই গাজা ছাড়ার সময় উল্লেখ করে সুযোগটি লুফে নেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে, হোয়াইট হাউস নিশ্চিত করে হামাসের সঙ্গে সরাসরি কথা হয়েছে ওয়াশিংটনের। জিম্মি মুক্তি নিয়ে বেশ কয়েকবারই হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনি সংগঠনটির সাফ জবাব, একমাত্র যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়েই মুক্তি পাবে বন্দিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ