শিরোনাম:
নওগায় ডাকাতি করে পুলিশের কাছে তাড়া খেয়ে ট্রাক উল্টে ডাকাত নিহত সংস্কার প্রস্তাব নিয়ে রবিবার মতামত জমা দিবে বিএনপি ঢাকা থেকে বাংলাদেশীদের ভিসা দেবে অস্ট্রেলিয়া এখনো থমথমে পরিস্থিতি ভারতের নাগপুরে সরকারকে নির্দিষ্ট সময় নয় প্রয়োজনীয় সময় দিতে চায় জামায়াত ভোলায় বেড়িবাঁধের কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রদলের এক নেতা নিহত জাতীয় ঐক্যমত কমিশন বর্তমানে কোন চাপে নেই বাবার সঙ্গে শত্রুতা জের ধরেই নারায়ণগঞ্জে শিশু মোস্তাকিমকে খুন করা হয়েছিল ঈদের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে পোশাক কারখানা শ্রমিকেরা সিরাজগঞ্জে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হওয়া ছাত্রদল নেতার মৃত্যু
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার গত ছয় মাসে ব্যাংক থেকে ঋণ নিয়েছে প্রায় সাত হাজার কোটি টাকা

প্রতিনিধির / ৩৬ বার
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রথম ছয় মাস জুলাই থেকে ডিসেম্বরে সরকার ব্যাংকগুলো থেকে ৬হাজার ৭৪৪ কোটি টাকার নীট ঋণ নিয়েছে। যার ফলে ডিসেম্বর শেষে ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৬৬৬ কোটি টাকায়। এ সময় শুধু ব্যাংক নয় সরকারের ব্যাংক বহিরভূত ঋণও বেড়েছে। চলতি বছরের ব্যাংকের বাইরে থেকে চব্বিশ হাজার ৬৮৮ কোটি টাকা নিট ঋণ নিয়েছে সরকার। যদিও গত অর্থবছরে একই সময়ে নেট ঋণ নেওয়া হয়েছিল সাত হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগের সরকারের নেওয়া ঋণ পরিশোধ করতেই চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথমার্ধে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ বেড়েছে। তবে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার কোনো ঋণ নেয়নি; বরং গত জুলাই-ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংককে ৫৮ হাজার ১১৬ কোটি টাকা ফেরত দিয়েছে সরকার।

প্রতিবেদনের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে সার ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৫৪২ কোটি টাকা পরিশোধ করেছে। যেখানে গত অর্থবছরে এ বাবদ ৩৬ হাজার ৫৮৬ কোটি টাকা ঋণ পরিশোধ করেছিল সরকার।

অন্যদিকে ব্যাংকিং খাতের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সরকারি সিকিউরিটিজ কেনার আগ্রহ বৃদ্ধির কারণেও ঋণ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে ২৪ হাজার ৬৮৮ কোটি টাকার ঋণ নেওয়ায় সরকারের ব্যাংক–বহির্ভূত মোট ঋণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫৮ হাজার ১৩০ কোট টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ