নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী শিশুকে উদ্ধার করেছে র্যাব-১১। শনিবার রাত দশটার দিকে উপজেলার মির ওয়ারিশপুর ইউনিয়নের বেচার দোকান সংলগ্ন একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।
জানা যায়, সকালে মা ও নানী ওই শিশুটিকে ডাক্তার দেখাতে নিয়ে যান বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নানী টিকিট কেটে ডাক্তার দেখাতে চেম্বারে প্রবেশ করেন। অপর এক পাশে শিশুটির মা শিশুটিকে ডাক্তার দেখাতে টিকিট কাটতে লাইনে দাঁড়ান। এ সময় ওই নারী শিশুটির মাকে বলেন, তার কোলে শিশুটিকে দিয়ে ফ্রিভাবে লাইনে দাঁড়াতে। তার কথায় আশ্বস্ত হয়ে শিশুটিকে তার কোলে দেয়। একটা পর্যায়ে কৌশলে মা ও নানীর আড়ালে শিশুটিকে নিয়ে বের হয়ে যায় ওই নারী। যা পরবর্তীতে হাসপাতালে থাকা সিসি টিভিতে ধরা পড়ে।