টানা ১৩ বছর ধরে শত শত রোজাদারের মাঝে ইফতার বিতরণ করছে রাজধানীর বাসাবর বুদ্ধ ধর্মরাজিক মহাবিহার। দুস্ত থেকে উচ্চবিত্ত যে কেউই নিতে পারবেন ইফতার। বৌদ্ধবিহার কর্তৃপক্ষ বলছে ধর্মীয় সহাবস্থানের রীতি হিসেবে তাদের এমন উদ্যোগ। বাসাবোর বৌদ্ধবিহারে বিকেল হলে ইফতার সংগ্রহের জন্য মানুষেরা আসতে শুরু করে। টোকেনের মাধ্যমে প্রতি জনে এক প্যাকেট ইফতার বিলি করা হয়।
ইফতারি নিতে আসা এক ব্যক্তি বলেন, আমাদের মতো গরিবদের জন্য এমন আয়োজন অনেক ভালো। এতে আমাদের ইফতারি করতে সুবিধা হয়।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব সভাপতি ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন সবচেয়ে ভাল কাজ অভুক্ত মানুষকে খাওয়ানো। যেটা করলে সরাসরি আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। রোজার সময়ে আমাদের ছোট্ট এই উপহার অনেক বড় কিছু। সেখানেই আমাদের পরিতৃপ্তি।
ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে উপাধ্যক্ষ আনন্দ মিত্র মহাথেরো বলেন, রমজানে অনেক দু:স্থ মানুষ রয়েছে ইফতারি করতে পারেনা। তাদেরকে ইফতারির ব্যবস্থা করানোর জন্যই আমাদের এই উদ্যোগ।