চট্টগ্রামের সীতাকুণ্ডে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কলেজ শিক্ষার্থী। শনিবার দুপুর একটার দিকে গুলিয়াখালি সিবিচ এলাকায় ঘুরতে গেলে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড থানায় পুলিশকে খবর দেয়। বিকেল তিনটার দিকে পুলিশের একটা টিম ঘটনাস্থলে গিয়ে কলেজ ছাত্রীকে উদ্ধার করে।
জানা যায়, সীতাকুণ্ড গার্লস কলেজের এক শিক্ষার্থী শনিবার দুপুরে রাকিব (২৫) নামে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সী-বিচ এলাকায় ঘুরতে যায়। বীচ এলাকার বেড়িবাঁধ পার হয়ে সাগর পাড়ে যাওয়া সময় চারজন যুবক তাদের ধরে উপকূলে ঝাউ বাগান এলাকায় জিম্মি করে নিয়ে যায়। এ সময় শিক্ষার্থীর বন্ধু রাকিবকে মারধর করে তারা। পরে পালাক্রমে চারজন ধর্ষণ করে। স্থানীয় লোকজন খবর পেয়ে মেয়েকে উদ্ধার করলেও ধর্ষণকারীরা পালিয়ে যায়।
গণধর্ষণের শিকার শিক্ষার্থী মুঠোফোনে বলেন, আমরা দুইজন ঘুরতে এসেছি গুলিয়াখালী সী-বিচে। সাগর পাড়ে নামার সময় আমাকে জিম্মি করে ধরে নিয়ে পাশে একটি জঙ্গলে (ঝাউবন) নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। অনেক আকুতি-মিনতি করেও নিজেকে রক্ষা করতে পারিনি।