অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ের কবলে পড়ে একটি যানবাহন দুর্ঘটনায় ৩৬ সেনা সদস্য আহত হয়েছে। ঘূর্ণিঝড় আনফ্রেড শনিবার কিছুটা দুর্বল হলেও দ্রুত এটি কুইন্সল্যান্ডে রাজধানী শহর ব্রিসবেনে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস।
কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ঘরের মধ্যে থাকতে নির্দেশনা দিয়েছে। কারণ ঘূর্ণিঝড়ের প্রভাব এখন শেষ হয়নি। এছাড়া প্রচণ্ড বাতাসের কারণে অনেক গাছপালা ভেঙে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। ডুবে গেছে রাস্তা ঘাট। ঝড়ের আঘাতে ওই অঞ্চলের প্রায় ৩ লাখের অধিক বাড়িঘর বিদ্যুৎ হীন হয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, তারা বন্যার পানি থেকে ৬১ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে। ঝড়ের আঘাতে শুক্রবার তার গাড়িটি ডুবে গেল তিনি নিখোঁজ হন। উত্তর নিউ সাউথ ওয়েলসের দোরিগোতে এ ঘটনা ঘটে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে নদীর তীরে একটি গাছে আশ্রয় নেন। কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছানো আগেই তিনি পানির আঘাতে ভেসে যান।