নাটোরের সিংরায় নিজ বাড়ির গাছ কাটতে গিয়ে বুকের উপর গাছ পড়ে মাসুদ আলী নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আর শনিবার দুপুরে সিংড়া উপজেলার বিয়াশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ একই গ্রামের আফতাব আলীর ছেলে। তিনি ছিদ্র বরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, আজ দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ের একটি ইউক্যালিপটাস গাছ কাটছিলেন শিক্ষক মাসুদ রানা। গাছ কাটা হয়ে গেলে গাছটি তার বুকের উপরে এসে পড়ে। এ সময় গুরুতর আহত হলে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।