মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সংঘর্ষে দুই পক্ষের ৮ জন আহত হয়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে।
জানা যায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।