মিরপুরে জাতীয় পার্টির ইফতার মাহফিলে জুলাই বিপ্লবের আহত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের বাধা দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে রাজধানীর পল্লবীর কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এ সময় তাদের ইফতার মাহফিলের ব্যানার ছেড়ে আগুন ধরিয়ে দেয়া হয়।
সেইসাথে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তারা বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগের দালালি করা জাতীয় পার্টিকে বিচারের আগে রাজনীতি করতে দেয়া হবে না। পরে রাজনৈতিক আলোচনা না করার শর্তে ইফতার অনুষ্ঠান করে জাতীয় পার্টি।
সন্ধ্যায় এ ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।