দক্ষিণ কোরিয়ার অভিসংসিত প্রেসিডেন্ট ইয়ুন সুখ ইয়লকে মুক্তি দেওয়া হয়েছে। আদালতের আদেশে তার গ্রেপ্তার বাতিল হওয়ার পর প্রসিকিউটররা আপিল না করা সিদ্ধান্ত নেয়। ফলে শনিবার তিনি কারাগার থেকে মুক্তি পান।
মুক্তির পর ইউন তার সমর্থকদের উদ্দেশে মাথা নত করে অভিবাদন জানান। এ সময় তার সমর্থকরা কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
শুক্রবার সিউল সেন্ট্রাল জেলা আদালত প্রযুক্তিগত ও আইনী ভিত্তিতে তার গ্রেফতারি পরোয়ানা বাতিল করে। পরে সিউল প্রসিকিউটর অফিস থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর সিউল ডিটেনশন সেন্টার ইউনকে মুক্তি দেয়।