আগামী গ্রীষ্মে লোডশেডিং এর পরিমাণ শেষ সময়ের তাপমাত্রার উপর নির্ভর করবে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল খান। তিনি বলেন গরমে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির মধ্যে রাখতে হবে। শনিবার বিকেলে নগরীর দক্ষিণ আগ্রাবাদের আবিদারপাড়া এলাকা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী বর্ষার মধ্যে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না। এটি সমাধান করতে আরও সময় লাগবে। এ সময় জনগণইকে ড্রেন, খাল-নালার মধ্যে প্লাস্টিক ও পলিথিন না ফেলার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর খাল ও নালাগুলো পরিষ্কার করার সময় কারও বিল্ডিং বা স্থাপনা থাকলে তা ভেঙে ফেলা হবে। কোনো ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে কাজকে অগ্রাধিকার দেয়া হবে। এ সময় পরিবেশ রক্ষায় নগরবাসীকে সচেতন হওয়ার কথা বলেন তিনি।