আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ বেওয়াচ ও নাইট রাইডার এর অভিনেত্রী পামেলা বাথ। স্থানীয় সময় বুধবার তার হলিউড হিলস এর বাড়ি থেকে ৬২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। ৯০ দশকের জনপ্রিয় টিভি সিরিজ অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন পামেলা। সাবেক স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে অভিনেতা বলেছেন পামেলার মৃত্যুতে আমাদের পরিবার শোকাহত।
হ্যাসেলহফ বলেছেন, শোকের এই সময় পাড়ি দেওয়া তাদের জন্য কঠিন। বিষয়টি নিয়ে নীরবতা পালনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। ১৯৭০ সালে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়।
তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, সোপ অপেরা দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস, চিয়ার্স, দ্য ফল গাই, টিজে হুকার, সুপারবয় এবং ভাইপার।