লালমনিরহাটে মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তেলিপাড়া সাফফার এলাকায় এই ঘটবেনা ঘটে।
জুম্মার নামাজের সময় মসজিদে হাসাহাসি কেন্দ্র করে কথা কাটাকাটি হয় জিসান ও সজীবের। তখন জিসানকে মারধর করে সজীব ও তার বন্ধুরা। জিসানের ফোন কেড়ে নেয় সজীব। প্রতিবাদ করতে গেলে জিসানের বাবার দিকে তেড়ে কথা বলে সজীব।
পরে সন্ধ্যায় মোবাইল ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে আবারও মারধর করা হয় জিসানকে। খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হামলা চালিয়ে সজীবের বাড়িঘর ভাঙচুর করে। আহত হন কয়েকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। গুরুতর আহত দুজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বলেন, এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। যৌথবাহিনীর উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।