মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। একই দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরাও।
আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই স্লোগানে মধ্যরাতে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। তুমি কে, আমি কে? আছিয়া…আছিয়া স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
রাত ১টার দিকে শুরু হওয়া এ মিছিলের শুরু করেন সুফিয়া কামাল হলের ছাত্রীরা। তারপর এতে ধাপে ধাপে যোগ দেন অন্যান্য হলের শিক্ষার্থীরা। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সবাই।
এসময় নারী শিক্ষার্থীরা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে বিচারহীনতার পূর্বের সেই সংস্কৃতি বিলোপ করে দ্রুত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে।
শুধু নারীরাই নয়, তাদের সাথে বিক্ষোভে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও। তাদের সাথে কন্ঠ মিলিয়ে স্লোগান দিয়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।