শিরোনাম:
মাদক বন্ধে একশন না নিলে চাকরি থেকে অব্যাহতি দিবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বাগেরহাটে বিএনপি’র ১৮ নেতাকর্মীকে হাতেনাতে হাত বোমাসহ আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে কক্সবাজারে নিখোঁজ হওয়া সিলেটের ছয় এর শ্রমিক টেকনাফে উদ্ধার নিজের ভাই বোনকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড ভারতের কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহত এলএনজি সরবরাহে চুক্তি নবায়ন করবে কাতার নেত্রকোনায় সাব স্টেশনে আগুন লাগার ঘটনায় সাত ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল জেলা কারাগার ভারতের সাবেক রাজ্য পুলিশ প্রধানের মরদেহ তার নিজ বাসভবন থেকে উদ্ধার গাজায় যুদ্ধ বিরতির নতুন প্রস্তাব দিয়েছে কাতার ও মিশর ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সামিট কমিউনিকেশন
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

প্রতিনিধির / ৩১ বার
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫

মাগুরায় শিশু ধর্ষণসহ সারা দেশে নারী নির্যাতনের বিচারের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় ধর্ষণের শাস্তি ফাঁসি দাবি তোলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) সন্ধ্যার পর সারাদেশের বিভিন্ন জেলায় এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যায় নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, মাগুরায় শিশু ধর্ষণের সাথে জড়িত আসামিদের ফাঁসি দ্রুত কার্যকর করতে হবে। এছাড়া নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণ প্রতিরোধে আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর পদক্ষেপের জানান বক্তারা।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও সন্ধ্যার পর মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা বলেন, শুধু ধর্ষণ নয় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের ওপর জোর দেন তারা।

অনতিবিলম্বে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলার আয়োজনে নগরীর শিববাড়ি মোড়ে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা বলেন, দেশে একের পর এক নারী ধর্ষণের শিকার ও নানা ভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন কোন কার্যকর ভূমিকা পালন করছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ