শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

নরসিংদীতে তিন দিন আটকে রেখে গর্ভবতী নারীকে গণধর্ষণ

প্রতিনিধির / ১২ বার
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নরসিংদীতে গর্ভবতী এক নারীকে তিন দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ ঘটেছে। গতকাল শনিবার রাতে মাধবদী থানায় ভুক্তভোগী ওই নারী মামলা দায়ের করেন। এদিকে মামলার পর ইকবাল নামে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে বলে জানাই পুলিশ।

মামলার এজাহারে বলা হয় ভুক্তভোগী নারীর স্বামী কারাগারে রয়েছেন। গত ১৯শে ফেব্রুয়ারি তার স্বামীর জামিনের ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়ে ইকবাল হোসেন তাকে পাঁচদোনা এলাকায় নিয়ে যায়। এক পর্যায়ে মার্কেটের একটি কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করে ইকবাল। পরে চেতনা নাশক ওষুধ খাইয়ে পাপ্পু নামে আরেকজন ও অজ্ঞাত আরো কয়েকজন মিলে ধর্ষণ করে তাকে। তিনদিন পর্যন্ত সেখানে আটকে রেখে ভুক্তভোগী নারীকে নির্যাতন করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ