মাস পার হতে না হতেই আবারো লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে মাদারীপুরের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অনেকেই। নিহতারা হলেন শাখারপাড় গ্রামের সিদ্দিক মাতব্বরের ছেলে নাসির মাতব্ব্বর বয়স ৩৫ এবং চরমস্থাপুর গ্রামের আবু হাওলাদার ছেলে সুমন হাওলাদার বয়স ১৯। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের পরিবার।
গত ফেব্রুয়ারি মাসে শুধু মাত্র রাজৈর উপজেলাতে ২০ থেকে ২৫ জন মারা গিয়েছিল। কোন রকমে বেঁচে ফিরে আসার মধ্যে থেকে কয়েকজন সুমন ও নাসিরের মৃত্যুর খবর জানিয়েছে পরিবারের কাছে।
রোববার সকালে সরেজমিনে গেলে নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ভাগ্যের চাকা বদলের আশায় লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্যেশ্যে গত ৮ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়েছিল রাজৈর উপজেলার চরমস্তফাপুর গ্রামের সুমন হাওলারদার। পার্শ্ববর্তী শাখারপাড় গ্রামের দালাল আরিফের সঙ্গে ১৭ লাখ টাকা চুক্তি হয়েছিল। সে মোতাবেক গত ৩ মার্চ লিবিয়া থেকে রওনা দিয়েছিল তারা। কিন্তু বিধিবাম বোট ফেঁটে নির্মম মৃত্যু হয় সুমনের।
অপরদিকে একই উপজেলার শাখারপাড় গ্রামের নাসির মাতুব্বর নওগাঁ জেলার দিপু দালালের মাধ্যমে ১৬ লাখ টাকা চুক্তিতে ইতালি যাওয়ার উদ্যেশ্যে ২০ দিন আগে বাড়ি থেকে বের হয়েছিল। গত ৪ মার্চ তাদের গেম দিয়েছিল। কিন্তু ভাগ্যর নির্মম পরিহাস। ২ ঘণ্টা বোট চলার পর ইঞ্জিনে আগুন ধরে যায়। এ ঘটনায় নাসিরের মৃত্যুর খবর আসে পরিবারের কাছে।