শিরোনাম:
বগুড়া সরকারি পলিটেকনিকের মূল গেটে তালা দিয়েছে শিক্ষার্থীরা উপাচার্য অপসারণের দাবিতে কুয়েটে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন গাইবান্ধায় টিসিবির পণ্য এক ব্যবসায়ীর গোডাউন থেকে জব্দ করা হয়েছে গাজায় ইসরাইলি হামলা বন্ধের উপায় জানালেন মার্কিন ধুত হামাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পুতিন যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের আগে তেহরান সফরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে আদেশ দিয়েছেন ইজরাইলের বিরোধীদলীয় নেতা ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান বাংলাদেশে
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদকে অব্যাহতি দেয়া হয়েছে

প্রতিনিধির / ২১ বার
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখা আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও সদস্য সচিব রহমত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বলা হয় সাংগঠনিক শৃংখলা ভঙ্গের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র পদ থেকে নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

বলা হয়, আপনার (নাহিদ হাসান খন্দকার) বিরুদ্ধে অভিযোগ এসেছে যে, গত ২৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে অবৈধ বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সে বিষয়টিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সংশ্লিষ্টতার প্রশ্ন ওঠে।

অতএব, উপরিউক্ত বিষয়ে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার কৈফিয়ত পত্র প্রাপ্তির তিনদিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কাছে পৌঁছাতে হবে। অন্যথায় বিষয়টি সাংগঠনিক নিয়মে নিষ্পন্ন করা হবে। সম্প্রতি নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও ভাইরাল ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়।

ভাইরাল হওয়া ২ মিনিট ৪১ সেকেন্ডে ভিডিওতে নাহিদ হাসান খন্দকারকে দেখা গেলেও অপর প্রান্তে থাকা ব্যক্তিকে দেখা যায়নি। ভিডিওতে দেখা যায়, একটি পুকুর খনন করে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে নাহিদ হাসান খন্দকারের সঙ্গে কথা হচ্ছিল অপর প্রান্তে থাকা এক ব্যক্তির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ