ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকায় গর্ভবতী এক নারীকে গণধর্ষণের অভযোগ উঠেছে। রবিবার সাস্থ পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একজনের নাম সিয়াম বয়স ২০, আরেকজন জিৎ সরকার বয়স ১৯।
পুলিশ জানায়, ওই নারী গতকাল শনিবার বিকেলের দিকে স্বামীর সাথে অভিমান করে চাঁদপুর থেকে ঢাকায় আসে। একপর্যায়ে পোস্তগোলা আসার পর তাকে থাকা-খাওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে পানগাঁও এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ আরও জানায়, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।