গত ৪ই আগস্ট ঠাকুরগাঁও ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা জাহাঙ্গীরকে গণধোলাই দিয়ে পুলিশের সপর্দ করেছে শিক্ষার্থীরা। রবিবার ঠাকুরগাঁও আদালত চত্বরে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদে অংশ নিতে গিয়ে তাকে চিনে ফেলে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। জাহাঙ্গীর একজন সক্রিয় সদস্য ও ঠাকুরগাঁও সদর উপজেলা পুলিশ লাইন এক নং ওয়ার্ডের মৃত মমতাজ উদ্দিন এর ছেলে।
শিক্ষার্থীরা জানান, গত ৪ আগস্ট ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় রামদা হাতে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় জাহাঙ্গীর। সেসময় হামলায় গুরুতর আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। কয়েক মাস পর ভোল পাল্টে তিনি জনতার কাতারে আসার নাটক করছিল। রোববার শহরের চৌরাস্তায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সমাবেশে অংশ নেয় যুবলীগ এই নেতা পরে আদালত চত্বরেও ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের সমাবেশে অংশ নেয় তিনি। শিক্ষার্থীরা তাকে চিনে ফেললে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, জাহাঙ্গীরকে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা দেখা হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।