শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

মাদারীপুরে ট্রিপল মার্ডারের ঘটনায় তিনজন গ্রেফতার

প্রতিনিধির / ১২ বার
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫

মাদারীপুরে দুই ভাইসহ তিনজনকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় নিহতর চাচা হোসেন সরদার ও প্রতিপক্ষ শাজাহান খানসহ ৪৯ জনকে আসামি করা হয়েছে। নিহত সাইফুলের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর থানা এই হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এ ঘটনায় গ্রেফতার হয়েছে তিনজন।

স্থানীয়রা জানান, কীর্তিনাশা নদী থেকে বালু তোলা নিয়ে খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল সরদারের সাথে স্থানীয় প্রভাবশালী শাজাহান খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল শনিবার শাজাহানের সমর্থকরা সাইফুলের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সাইফুল ও তার বড় ভাই আতাউর মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এদিকে হত্যাকাণ্ডের পর নিহতদের বাড়িঘরেও প্রতিপক্ষরা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ