রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলার নারুয়া ইউনিয়নে গ্রাম্য সালিশে প্রতিপক্ষের হামলায় ২০ জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া ঈদগাহ ময়দানে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১২ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ৪ জন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিরা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
হামলায় আহতরা হলেন- স্থানীয় বিএনপি নেতা আলমগীর হোসেন মোল্লা, তার ছেলে রাশিদুল ইসলাম, দুই ভাই যথাক্রমে হুমায়ুন কবির ও মোহাম্মদ বাচ্চু মিয়া, ফরহাদ হোসেন, সবুর শিকদার, বাবলু মণ্ডল, ইমান আলী মণ্ডল, আব্দুর রহিম মাস্টার, তুহিন মোল্লা, ইলিয়াস সিকদার, আশরাফ সিকদার, জিল্লু সিকদার, জাহিদ হোসেন ও নাসির।
স্থানীয় সূত্র জানায়, নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামটি দুটি ধারায় বিভক্ত। সম্প্রতি কিছু ঘটনায় দুই পক্ষের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে। সেসব মীমাংসার জন্য বিলটাকাপোড়া ঈদগাহ ময়দানে সালিশে বসে দুই পক্ষ। সালিশ বোর্ড গঠন করার সময় হঠাৎ ওহাব মণ্ডলের লোকজন হামলা চালায়।